Sambad Samakal

Budget Session: সংসদে শুরু বাজেট অধিবেশন, মোদির মুখে রামনাম!

Jan 31, 2024 @ 11:56 am
Budget Session: সংসদে শুরু বাজেট অধিবেশন, মোদির মুখে রামনাম!

বুধবার থেকে শুরু হয়ে গেল সংসদের বাজেট অধিবেশন। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এটাই মোদি সরকারের শেষ অধিবেশন। এদিন সকালে নতুন সংসদ ভবনে প্রবেশ করে ভাষণ রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সঙ্গেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর সহ অন্যান্য সাংসদরা।

এদিন সংসদ ভবনে প্রবেশ করার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরও একবার বিরোধী সাংসদদের নিশানা করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “কিছু সাংসদের অভ্যেস রয়েছে হইচই করার। কিন্তু তাঁরা বিগত দশ বছরে কী কাজ করেছেন, সেটার মূল্যায়ন করার প্রয়োজন। এই অধিবেশন আত্মসমীক্ষা করার প্রয়োজন।”

প্রসঙ্গত, এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা শেষে মোদির মুখে শোনা যায় ‘রাম রাম’ সম্মোধন। রাজনৈতিক মহলের একাংশের মতে অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধনের পরে মোদি এই সম্বোধন যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।

Related Articles