Sambad Samakal

Weather: আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? ফিরবে ঠান্ডার আমেজ!

Jan 31, 2024 @ 9:15 am
Weather: আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? ফিরবে ঠান্ডার আমেজ!

বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোগসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে বিকেলের পরে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন এই বৃষ্টির পূর্বাভাস বজায় থাকবে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহবিদদের মতে, বৃষ্টির পরিস্থিতি স্বাভাবিক হলে, ফের কিছুটা ঠান্ডার আমেজ অনুভূত হতে পারে বঙ্গজুড়ে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৮ শতাংশ।

Related Articles