Sambad Samakal

TMC on Rahul Gandhi: রাহুল গান্ধীর গাড়ির কাচ বাংলায় নয় বিহারে ভেঙেছে, ভিডিও প্রকাশ করে দাবি তৃণমূলের

Jan 31, 2024 @ 4:05 pm
TMC on Rahul Gandhi: রাহুল গান্ধীর গাড়ির কাচ বাংলায় নয় বিহারে ভেঙেছে, ভিডিও প্রকাশ করে দাবি তৃণমূলের

বাংলায় নয়, বিহারের কাটিহারে ভেঙেছে রাহুল গান্ধীর গাড়ির কাচ। ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি করল তৃণমূল কংগ্রেস। সংবাদ মাধ্যমে প্রকাশিত সেই ভিডিও ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। “মিথ্যা কুৎসা”র প্রতিবাদ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে ঘাসফুল শিবির।

রাহুল গান্ধীর ভারত জোরো যাত্রায় বাংলায় তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ এনেছিলেন অধীর। কাঠগড়ায় তুলেছিলেন বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকে। যা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। কিন্তু এবার ভিডিও সামনে এনে অধীরের সেই দাবিকে “মিথ্যা” প্রমাণ করল তৃণমূল। ভিডিওর ওই ফুটেজে স্পষ্টই দেখা যাচ্ছে কাটিহারে রোড শো’র সময়ই ডি এস কলেজের সামনে ভেঙে গিয়েছে রাহুলের গাড়ির পিছনের কাচ। কাটিহারে ওই রোড শো’র পরেই মালদা দিয়ে বাংলায় প্রবেশ করে রাহুলের কনভয়। অর্থাৎ বাংলায় যখন কংগ্রেস সেনাপতির গাড়ি প্রবেশ করেছিল, তখন তাঁর গাড়ির কাচ ভাঙা অবস্থাতেই ছিল। ফলে বাংলার শাসকদলের ওপর যে দায় চাপানোর “অপচেষ্টা” করেছেন অধীর, তা “ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা” বলে দাবি ঘাসফুল শিবিরের। তৃণমূলের অভিযোগ, “পরিস্থিতির সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে কুৎসা ও অপপ্রচার চালিয়েছেন অধীর।” উল্লেখ্য, কাটিহারের পুলিশ সুপার মালদার পুলিশ সুপারকে ফোন করে এবিষয়ে কথা বলেন এবং কাটিহারে ঘটা এই ঘটনার সত্যতা স্বীকার করেন বলে প্রশাসন সূত্রে খবর।

Related Articles