আচমকাই অসুস্থ বাংলার ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। জানা যাচ্ছে, শনিবার সকালে অসুস্থ বোধ করায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শারীরিকভাবে স্ট্রোকের সমস্ত লক্ষণ রয়েছে তাঁর শরীরে।
এদিন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী ‘মহাগুরু’কে হাসপাতালে ভর্তি করান। তড়িঘড়ি চিকিৎসকরা এমআরআই করার সিদ্ধান্ত নিয়েছেন। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত করবেন চিকিৎসকরা। আপাতত মিঠুনের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।