কয়েক দিন ধরেই লাগাতার অশান্তির আগুন জ্বলছে সন্দেশখালিতে। এই পরিস্থিতিতে অশান্তি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি হল সন্দেশখালিতে! জানা যাচ্ছে, ত্রিমোহিনী বাজার সহ গোটা সন্দেশখালি থানা এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনও ধরনের জমায়েতের অনুমতি দেওয়া হচ্ছেনা। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।
মোতায়েন করা হয়েছে র্যাফ সহ বিশাল পুলিশবাহিনী। শুক্রবারের পরে শনিবারও সন্দেশখালিতে জমায়েতের পরিকল্পনা রয়েছে গ্রামবাসীদের। সেই বিক্ষোভ শেষপর্যন্ত পুলিশ আদৌ সামাল দিতে পারে কিনা, সেটাই এখন দেখার।