রবিবারই গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে। আর তারই প্রতিবাদে সোমবার সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল সিপিএম। কিন্তু এদিন সকালে থেকে বনধের প্রভাব সেভাবে চোখে পড়ছেনা সর্বত্র।
ধামাখালি বাজার এলাকায় স্বাভাবিক রয়েছে গণ পরিবহন ব্যবস্থা, খোলা রয়েছে দোকানপাটও। তবে সন্দেশখালি থানা সংলগ্ন ত্রিমোহিনী বাজার এলাকায় কিছু দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাঘাটে মানুষের আনাগোনাও অন্য দিনের তুলনায় কম দেখা যাচ্ছে। তবে সামগ্রিকভাবে সন্দেশখালির দু’টি ব্লকে সিপিএমের ডাকা বনধের সেভাবে কোনও ব্যাপক প্রভাব পড়েনি।