Sambad Samakal

Mamata: আধার বাতিলে মোদিকে কড়া চিঠি লিখে কী অভিযোগ মমতার?

Feb 19, 2024 @ 6:56 pm
Mamata: আধার বাতিলে মোদিকে কড়া চিঠি লিখে কী অভিযোগ মমতার?

বাংলার একাধিক জেলায় আচমকা আধারকার্ড বাতিলের ঘটনায় সোমবারই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে কড়া চিঠি লিখলেন তিনি।

মোদিকে পাঠানো চিঠিতে মমতা দাবি করেছেন, কোন ধরনের আগাম নোটিশ না দিয়ে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই আচমকা দিল্লি থেকে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তপশিলি জাতি, উপজাতি, সহ অন্যান্য পিছিয়ে পড়া জাতির মানুষ। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, এই পদক্ষেপ সম্পূর্ণভাবে আইন ও সাধারণ ন্যায়ের পরিপন্থী। কারণ যাদের আধার কার্ড বাতিল করা হয়েছে, তাদের কোনওরকম আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেওয়া হয়নি।

পাশাপাশি, লোকসভা ভোটের আগে বাংলার আম জনতাকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা ও তাদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করার উদ্দেশেই এই পদক্ষেপ বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার মমতার এই কড়া চিঠির পরিপ্রেক্ষিতে শেষপর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে আদৌ কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা।

Related Articles