মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের চোপড়ায় পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিএসএফের কাজ চলাকালীন মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল চার শিশুর। এদিন সেই মৃত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল।
সবরকম প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে নিজের ফোন নম্বরও দিয়ে আসেন তিনি। ঘটনাস্থলে দাঁড়িয়েই মৃত শিশুদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণেরও ঘোষণা করেন রাজ্যপাল। তাঁকে কাছে পেয়ে বিএসএফের বিরুদ্ধে কার্যত নিজেদের ক্ষোভ উগড়ে দেন পরিবারের সদস্যরা।