উত্তপ্ত সন্দেশখালিতেই বুধবার রাত কাটিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার সকালে সন্দেশখালি থেকে ধামাখালিতে এলেন তিনি৷ আর তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব কুমার বলেন, “যারা আইন ভেঙেছে, তারা গ্রেফতার হবেই। ঘুরে ঘুরে সমস্ত মানুষের সমস্যা শোনা হবে। সমস্যা শুনে সমাধান করা হবে। কোনও অভিযোগ থাকলে আমাদের কাছে জানান। আইন কোনওভাবেই নিজেদের হাতে তুলে নেবেননা।”
ডিজি’র এই কড়া বার্তার পরে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি এবার গ্রেফতার হবেন শেখ শাহজাহান! যদিও এই প্রশ্নের উত্তর দেবে সময়।