সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনও বাধা নেই বলে সোমবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরেই শাহজাহানের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুণালের দাবি, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলার পরেই, হাইকোর্ট শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে অবস্থান স্পষ্ট করেছে। আগামী সাত দিনের মধ্যেই এবার রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করবে।