কলেজের মত একাদশ-দ্বাদশ শ্রেণিতেও চালু হতে চলেছে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা! বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে বিস্তারিত পরিকল্পনা জানিয়ে দিল রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার পদ্ধতি লাগু করা হবে। এরফলে বছরের শেষে চূড়ান্ত পরীক্ষার বদলে ৬ মাস অন্তর পরীক্ষা নেওয়া হবে। যদিও মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সরকারি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের দাবি, এর জেরে পড়ুয়াদের সামগ্রিক জ্ঞান চর্চার পথ বাধাপ্রাপ্ত হবে।