আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী! জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তীব্র বুকে ব্যথা নিয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে সব্যসাচীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়েছে। ফলে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।