২৬ হাজার চাকরি বাতিল কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছে রাজ্য সরকার। আর এরমধ্যেই দক্ষিণ মালদার নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদিকে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, “চাকরিখেকো প্রধানমন্ত্রী! আপনি আগে থেকে কী করে জানলেন যে চাকরি বাতিল হবে! তৃণমূলের বিরুদ্ধে আর কিছু করতে না পেরে ২৬ হাজার চাকরি বাতিল করে দিলেন! আমরাও সুপ্রিমকোর্টে লড়ছি। যা যা করার দরকার আমরা করব। ভুলে যাবেন না, আমিও আইনজীবী। বার অ্যাসোসিয়েশনের কার্ড আমারও আছে।”