Sambad Samakal

BJP: ভোটের প্রচারে বাংলায় গেরুয়া ঝড়ে কোন হেভিওয়েটরা?

Mar 27, 2024 @ 12:17 am
BJP: ভোটের প্রচারে বাংলায় গেরুয়া ঝড়ে কোন হেভিওয়েটরা?

পাখির চোখ বাংলা। গত লোকসভা ভোটে বাংলা থেকে ১৮টি আসন পাওয়া বিজেপি এবার তাই আরও বেশি তৎপর। এবারের লোকসভা ভোটে বঙ্গ বিজেপি নেতৃত্বকে অন্ততপক্ষে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মোদি শাহরা। আর সেই লক্ষ্য পূরণেই লোকসভা ভোটের প্রচারে বাংলায় গেরুয়া ঝড় তুলতে আসছেন বিজেপির হেভিওয়েট নেতারাও। বাংলায় বিজেপির ভোট প্রচারের প্রথম পর্যায়ের নীল নকশা তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ৪০ জনের তালিকার শীর্ষেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। ভোট প্রচারে বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও। এছাড়াও এবারের ভোটে বঙ্গে গেরুয়া প্রচারে ঝড় তুলবেন স্মৃতি ইরানি, মুক্তার আব্বাস নকভির মতো হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীরা। তালিকায় নাম রয়েছে বিজেপির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুরেরও। থাকছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মাফুজা খাতুন থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষের মতো তারকা প্রচারকরাও।

Related Articles