ভোট প্রচারে বেরিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেছিলেন আসানসোল-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ওই ঘটনায় বুধবারই কমিশনের নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এদিনই দিলীপ ঘোষকে শোকজ করল জাতীয় নির্বাচন কমিশন।
বিজেপি প্রার্থীকে চিঠিতে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর বিতর্কিত মন্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘনের সামিল। তাই আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে এই বিষয়ে ব্যখ্যা দিতে হবে। নাহলে কমিশনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এখন দেখার শেষপর্যন্ত দিলীপ ঘোষ কমিশনের শোকজের উত্তরে ঠিক কী যুক্তি দেন।