তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজের দাবিে নির্বাচন কমিশনের দারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস! বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূল কংগ্রেস একটি ভিডিও টুইট করেছে। যেখানে একটি সংবাদমাধ্যমের সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে।”
তৃণমূলের দাবি, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন অভিজিৎ। যা একাধারে অনৈতিক ও অন্যদিকে আদর্শ আচরণবিধির লঙ্ঘন। তাই তাঁর প্রার্থীপদ বাতিল করা উচিত।