সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার উলুবেড়িয়ায়! রাস্তার পাশে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপরে উঠে গেল বাস! ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।
জানা যাচ্ছে, এদিন ভোর ৫টা নাগাদ বাগনান থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল বাসটি। বীরশিবপুরে জাতীয় সড়কের ওপরে বাসটির পেছনে আচমকাই ধাক্কা মারে একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপরে উঠে যায় বাসটি। এই মুহূর্তে ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আটক করা হয়েছে ঘাতক বাস ও গাড়িটিকে।