ফের গ্রেফতার জেলে বন্দি শেখ শাহজাহান। আর্থিক দুর্নীতি মামলায় তদন্তে অসহযোগিতা এবং তদন্তকারীদের ওপর হামলার অভিযোগে শনিবার শাহজাহানকে গ্রেফতার করেছে ইডি। ১৫/১৬টি জমি দখলের মামলায় তাঁকে গ্রেফতার করা হল বলে ইডি জানিয়েছে
এই নিয়ে তৃতীয়বার গ্রেফতার করা হল শাহজাহানকে। প্রথমে রাজ্য পুলিশ, পরে সিবিআইয়ের পর এবার তাঁকে গ্রেফতার করল ইডি। শনিবার বসিরহাট মহকুমা আদালতের অনুমতি নিয়ে সংশোধনাগারে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। কিন্তু অধিকাংশ প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার করা হলেও শাহজাহানকে এখনই ইডি নিজেদের হেফাজতে পাচ্ছে না। শনিবার তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। তাই এখন তিনি জেলেই থাকবেন। তবে আগামী দিনে আদালতের নির্দেশ পেলে তাঁকে হেফাজতে নেবে ইডি।