তীব্র গরমে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষ। শনিবারও দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। লু সতর্কতা জারি করে হওয়া অফিস জানিয়েছে, দাবদাহে জ্বলবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। কয়েকটি জেলায় বজ্রবিদুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গ জুড়েই তীব্র গরম থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় থাকবে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি। তবে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ- এই ৯ জেলায় বজ্রবিদুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। কলকাতায় এদিন মেঘলা আকাশের সঙ্গে গরম আবহাওয়া থাকবে।
