রেকর্ড! ৭ হাজার স্পর্শ করল সোনার দাম। শনিবার একলাফে ১১৯ টাকা বেড়ে ২৪ ক্যারেট সোনার দাম হল ৭০৬৫ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১১৫ টাকা বেড়ে হল ৬৮২৫ টাকা। একইভাবে পল্লা দিয়ে দাম বেড়েছে রুপোরও । এদিন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৮০,৭৬০ টাকা।
editor