Sambad Samakal

Mamata on NIA: মাঝরাতে এনআইএ কেন? ভূপতিনগরে অভিযান নিয়ে প্রশ্ন মমতার

Apr 6, 2024 @ 1:27 pm
Mamata on NIA: মাঝরাতে এনআইএ কেন? ভূপতিনগরে অভিযান নিয়ে প্রশ্ন মমতার

মাঝরাতে কেন অভিযান চালানো হল? অভিযানের কথা পুলিশকে জানানো হয়েছিল কি ? পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এনআইএ তদন্তের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মধ্যরাতের ওই অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর হামলার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুললেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, “বিজেপিকে ভোটে জেতাতেই এনআইএ-র এই তৎপরতা।” তিনি বলেন, ‘‘গ্রামবাংলায় মাঝরাতে অপরিচিত কাউকে দেখলে গ্রামবাসীরা যা করে থাকেন, তা-ই হয়েছে।’’ এর পরেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘মাঝরাতে কেন অভিযান চালাতে হল এনআইএ-কে?’’ অভিযানের কথা পুলিশকে এনআইএ জানিয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের পুলিশমন্ত্রী মমতা।
২০২২ সালে ভূপতিনগরে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় তিন জনের। পরে আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে। সেই ঘটনাতেই ভোটের মুখে সক্রিয় হতে দেখা যায় জাতীয় তদন্তকারী সংস্থাকে। শুক্রবার রাতে সেই ঘটনার তদন্তে ভূপতিনগরে অভিযান চালিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়েন তদন্তকারীরা। হামলার অভিযোগ ওঠে গ্রামের মানুষের বিরুদ্ধে।
শনিবার সকালে রায়গঞ্জে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেন ওরা মাঝরাতে অভিযানে গেল? পুলিশের অনুমতি নিয়েছিল এনআইএ? মধ্যরাতে গ্রামে অচেনা কাউকে দেখলে গ্রামবাসীরা যে আচরণ করেন, এনআইএ-র লোকজনকে দেখেও গ্রামবাসীরা তা-ই করেছেন।” তাঁর প্রশ্ন, “ভোটের মুখে কেন ওরা লোকজনকে গ্রেফতার করছে? বিজেপি কী ভেবেছে, ওরা সব বুথ এজেন্টদের গ্রেফতার করে নেবে? এনআইএ-র কী অধিকার আছে? ওরা বিজেপিকে সমর্থন জোগাতেই এমনটা করছে। আমরা গোটা বিশ্বের মানুষের কাছে বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সরব হওয়ার আবেদন করছি।’’

Related Articles