রবিবার বাঙালি নববর্ষের প্রথম দিনের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিল আয়কর বিভাগ। আর সোমবার এবিষয়ে নাম না করে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন কোচবিহারের জনসভা থেকে মমতা বলেন, “গতকাল অভিষেকের হেলিকপ্টারের তল্লাশি চালিয়েছে। ওখানে নাকি সোনা, টাকা ছিল! কি ভেবেছিল, সোনা পাবে! আমরা ওসব করি না। ওদের বিমানে টাকা পয়সা আসে। সেখানে বিএসএফ, সিআইএসএফ থাকে। কোনওদিন কোনও বিজেপি নেতার কপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে ওদের?”