মঙ্গলবার থেকেই রাজ্যজুড় তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দুপুরের পর থেকেই কার্যত তাপপ্রবাহ শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাতেই। আর এর মধ্যেই হিটস্ট্রোকে রাজ্যে প্রথম বলি হলেন সোনারপুরের এক বৃদ্ধা।
জানা যাচ্ছে, এদিন দুপুরে পেয়ারাবাগান থেকে চৌহাটি যাওয়ার জন্য একটি অটোতে উঠেছিলেন তিনি। আচমকাই অসুস্থ বোধ করায় সহযাত্রীরা তাঁকে অটো থেকে নামিয়ে সোনারপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত বছর ৬০-এর বৃদ্ধার নাম শাকিলা বিবি। সোনারপুরেরই দক্ষিণ জগদ্দলের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, হিটস্ট্রোকেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার।