রামনবমী আটকাতে ‘ষড়যন্ত্র’ করেছিল তৃণমূল! মঙ্গলবার উত্তরবঙ্গের জনসভা থেকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা তৃণমূলের দাবি, তারাও রামনবমী পালনের প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য দেয়নি রাজ্য বিজেপি।
এদিন মোদি বলেন, “প্রতিবারের মতো এবারও সবরকমের চেষ্টা করেছিল তৃণমূল। যাবতীয় ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু সত্যের জয় হয়েছে। কোর্টের অনুমতি মিলেছে। কাল এখানেও ভক্তিসহকারে রামনবমী পালিত হবে।”
যদিও পাল্টা তৃণমূলের দাবি, বাংলায় রামনবমী সহ সব উৎসবই পালিত হয়। এবারও সেই একই পরম্পরা মেনে আদালতের শর্ত মোতাবেকই রামনবমী উৎযাপন হবে।