Sambad Samakal

General Election: রাত পোহালেই ভোট উত্তরের ৩ জেলায়, তুঙ্গে প্রস্তুতি, মোতায়েন কত কেন্দ্রীয় বাহিনী?

Apr 18, 2024 @ 11:32 am
General Election: রাত পোহালেই ভোট উত্তরের ৩ জেলায়, তুঙ্গে প্রস্তুতি, মোতায়েন কত কেন্দ্রীয় বাহিনী?

রাত পোহালেই ভোট উত্তরের ৩ জেলা কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার সকাল থেকেই তাই প্রস্তুতি তুঙ্গে। নির্বাচন কমিশনের ডিসি-আরসি কেন্দ্র থেকে ভোট সরঞ্জাম নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন বুথের দিকে রওনা দিতে শুরু করেছেন ভোটকর্মীরা। নিরাপত্তার জন্য ভোটকর্মীদের সঙ্গেই থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

নির্বাচন কমিশন সূত্রে খবর, তিন জেলায় ভোটের জন্য প্রায় ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বুথের ভেতরে ও বাইরে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কাজ করবেন। সঙ্গেই থাকছে রাজ্য পুলিশের বাহিনীও। জানা যাচ্ছে, কোচবিহারে মোট ১১২ কোম্পানি, জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি ও আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

Related Articles