লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ভারতকে আরও উন্নত দেশ হিসেবে গড়ে তোলা! প্রথম দফার ভোটগ্রহণ পর্বের আগেই ঠিক এই ভাষাতেই দেশের সমস্ত বিজেপি ও এনডিএ প্রার্থীদের চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গ সহ দেশের যে সমস্ত রাজ্যে শুক্রবার ভোটগ্রহণ হতে চলেছে, সেখানকার প্রার্থীদের ব্যক্তিগত ভাবে এই চিঠি পাঠিয়েছেন মোদি। বার্তা দিয়েছেন, “এই নির্বাচন মোটেই কোনও সাধারণ নির্বাচন নয়। দেশের আমজনতার জীবনযাত্রা উন্নত করার ক্ষেত্রে নির্বাচনের ফলাফল অত্যন্ত জরুরি। ২০৪৭ সালের মধ্যে ভারতকে আরও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে আমাদের। সেই লক্ষ্য পূরণ করতে বিজেপির প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।”