বুথের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী! শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে শীতলকুচিতে বুথের বাইরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কর্মীরা।
এদিন শীতলকুচির ছোট শালবাড়ি এলাকা থেকে এই অভিযোগ উঠে এসেছে। তৃণমূল কর্মীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর একাংশ। অবিলম্বে তাঁদের এলাকা থেকে সরানোর দাবি তুলেছেন শাসক দলের কর্মীরা।