প্রাণ থাকতে এনআরসি-সিএএ নয়! মুর্শিদাবাদের ভোট প্রচার থেকে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন, “প্রাণ থাকতে বাংলায় এনআরসি-সিএএ করতে দেব না। ইউনিফর্ম সিভিল কোড লাগু করতে দেব না। তিন মাসের মধ্যে বিজেপিকে দেশছাড়া করব। মোদি আবার ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা থাকবে না।”
বাম-কংগ্রেস জোটকে আক্রমণ করে মমতা বলেন, “বাংলায় ইন্ডিয়া জোট নেই। এখানে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়ার হয়ে তৃণমূলই লড়ছে। কংগ্রেস-সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। তাই তৃণমূলকে ভোট দিন।”