তীব্র গরমে কার্যত নাজেহাল আম জনতা। এই পরিস্থিতিতেও হাইকোর্টের ভেতরে কালো কোর্ট, জোব্বা পড়ে কাজ করতে হচ্ছে আইনজীবীদের। গ্রীষ্মকালীন ছুটির আগে পর্যন্ত তাই আইনজীবীদের কথা ভেবে পোশাক পরিধানে বেশ কিছুটা ছাড় দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
শুক্রবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আপাতত মোটা কালো কোট বা সিল্কের কালো জোব্বা পড়তে হবে না আইনজীবীদের। প্রবল গরমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।