হাসনাবাদ বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা দিলীপ দাস! তাঁর বাড়িতেই শনিবার সকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এদিনই তাঁকে বসিরহাট জেলা আদালতে তোলা হবে বলে খবর।
প্রসঙ্গত, দিলীপ দাসের দাদা নিমাই দাস রাজ্য স্তরের বিজেপি নেতা। গতকাল রাতেই হাসনাবাদের ঘটনাস্থলে গিয়েছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশের দাবি, বিস্ফোরণ যে হয়েছে তা নিশ্চিত। তবে কী থেকে সেই বিস্ফোরণ তা একমাত্র পূর্ণাঙ্গ তদন্তের পরেই বলা সম্ভব।