Sambad Samakal

TET 2014: চাকরি খাচ্ছেন! প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভের মুখে বিকাশ ভট্টাচার্য

Apr 30, 2024 @ 1:04 pm
TET 2014: চাকরি খাচ্ছেন! প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভের মুখে বিকাশ ভট্টাচার্য

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ২০১৪ সালের টেটে চাকরি পাওয়া প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভের মুখে পড়লেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। বলতে থাকেন, “আপনি চাকরি খাচ্ছেন”। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিন প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। অভিযোগ, সেই মামলায় মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বারবার প্যানেল ক্যান্সেল করার কথা বলেন। যদিও বিচারপতি মান্থা সেই পথে হাঁটেননি। মামলার পরবর্তী শুনানি আট সপ্তাহ পরে।

এদিকে, শুনানি শেষ হওয়ার পর বিকাশ এজলাস থেকে বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে ধরেন শিক্ষকরা। বিক্ষোভকারীদের দাবি, বিকাশের জন্যই চাকরি হারাতে হচ্ছে অনেককে। যদিও কোনও মন্তব্য করেননি বিকাশ। তিনি হাঁটতে হাঁটতে সোজা বেরিয়ে যান। এর পর পুলিশ এসে বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে সরিয়ে দেয়।

Related Articles