Sambad Samakal

Zero Shadow Day: রবিবার ঠিক দুপুর ১১.৩৪ মিনিটে উধাও ছায়া! জানেন বৈজ্ঞানিক ব্যখ্যা কী?

Jun 5, 2022 @ 2:12 pm
Zero Shadow Day: রবিবার ঠিক দুপুর ১১.৩৪ মিনিটে উধাও ছায়া! জানেন বৈজ্ঞানিক ব্যখ্যা কী?

রবিবার অর্থাৎ আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার সঙ্গে আজকের দিনটিই ‘জিরো শ্যাডো ডে’। অর্থাৎ দিনের একটি নির্দিষ্ট সময়ে কোন বস্তুর ছায়া মাটিতে পড়বে না। রবিবার ঠিক দুপুর ১১.৩৪ মিনিটে এই বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকল শহর কলকাতা। আগামী ৭ জুনও কলকাতায় এই ‘জিরো শ্যাডো ডে’ হতে চলেছে।

বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, ছায়া শূন্য দিবস হল এমন একটি দিন, যাতে সূর্যের রোদে দুপুরে কোন বস্তুর ছায়া পড়ে না। অর্থাৎ ওই সময়ে সূর্য ঠিক শীর্ষ অবস্থানে থাকে বা বলা চলে মাথার একেবারে উপরে চলে আসে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সময়ে কর্কটক্রান্তি রেখার দক্ষিণ দিকে এমনটা ঘটে। সূর্যের নির্দিষ্ট কৌণিক অবস্থানের কারণে ছায়া বস্তুর একেবারে নিচে চলে যায়। ফলে ছায়া সেভাবে দেখা যায় না। আর ওই নির্দিষ্ট সময়টাকে বলা হয় ‘জিরো শ্যাডো মোমেন্ট’। রবিবার অর্থাৎ ৫ জুন এমনই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী রইল শহর কলকাতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *