Sambad Samakal

HS: উচ্চমাধ্যমিকে প্রথম দিনহাটার ছাত্রী, পাশের হার কত?

Jun 10, 2022 @ 12:19 pm
HS: উচ্চমাধ্যমিকে প্রথম দিনহাটার ছাত্রী, পাশের হার কত?

ফের বাজিমাত জেলার। কলকাতাকে পিছনে ফেলে উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অর্জন করলেন দিনহাটার ছাত্রী অদিশা দেবশর্মা। দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনের ছাত্র সায়নদীপ সামন্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয় হয়েছেন ৪ জন। এঁরা হলেন রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৪৯৬। রেকর্ড গড়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন ২৭২ জন ছাত্রছাত্রী। যার মধ্যে ১৪৪ জন ছাত্র ও ১২৮ জন ছাত্রী। পাসের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রীদের তুলনায় পাসের হারে এগিয়ে ছাত্ররা। ছাত্রদের পাসের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৬. ৯৮ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *