Sambad Samakal

Anubrata: মঙ্গলকোট হিংসা মামলায় বেকসুর খালাস অনুব্রত

Sep 9, 2022 @ 11:26 am
Anubrata: মঙ্গলকোট হিংসা মামলায় বেকসুর খালাস অনুব্রত

২০১০ সালের মঙ্গলকোট হিংসা মামলায় বেকসুর খালাস পেলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার বিধাননগরের বিশেষ এমপি-এমএলএ আদালতে তোলা হয় অভিযুক্ত অনুব্রত মণ্ডল সহ ১৪ জনকে। মঙ্গলকোট থানার জমা দেওয়া চার্জশিটে এই ১৪ জনেরই নাম ছিল খবর।

এদিন বিধাননগরের বিশেষ এমপি-এমএলএ আদালতের বিচারক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাই প্রমাণের অভাবে সকলকেই বেকসুর খালাস ঘোষণা করা হল। প্রসঙ্গত, বাম আমলের এই মামলায় অনুব্রত মণ্ডলকে ফাঁসানো হয়েছিল বলে বলে বারবার দাবি করেছিলন তৃণমূল কংগ্রেস।

Related Articles