Sambad Samakal

NASA: মহাকাশ গবেষণায় বড়সড় সাফল্য, ‘ডার্ট’-এর ধাক্কায় কক্ষচ্যুত গ্রহাণু!

Sep 27, 2022 @ 10:15 am
NASA: মহাকাশ গবেষণায় বড়সড় সাফল্য, ‘ডার্ট’-এর ধাক্কায় কক্ষচ্যুত গ্রহাণু!

মহাজাগতিক বস্তু বা কোনও গ্রহাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রথম চেষ্টাতেই সাফল্য পেল মহাকাশ গবেষণা সংস্থা নাসা। দুরন্ত গতিতে ছুটে আসা এক গ্রহাণুকে কক্ষচ্যুত করতে পরিকল্পিত ভাবে তার উপর আছড়ে ফেলা হল বিশেষ মহাকাশযান। নাসা-র এই পরীক্ষামূলক অভিযান মহাকাশবিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করল বলেই মত ওয়াকিবহাল মহলের।

সোমবার পৃথিবী থেকে ৭০ লক্ষ মাইল দূরে অবস্থান করছিল ওই গ্রহাণুটি। নাসার ‘ডাবল অ্যাস্টেরয়েড রিডায়রেকশন টেস্ট’ বা ‘ডার্ট’ মহাকাশযান সেটির উপর আছড়ে পড়ে। দশ মাস আগেই ক্যালিফোর্নিয়া থেকে এই বিশেষ কাজের জন্য ডার্ট-কে মহাকাশে পাঠানো হয়েছিল। নাসা-র তরফে জানানো হয়েছে, মহাকাশ বিজ্ঞানে নতুন যুগের সূচনা করল এই অভিযান। গ্রহাণু বা উল্কাপিণ্ড আছড়ে পড়ার বিপদ থেকে নিজেদের রক্ষা করার যোগ্যতা অর্জন করল পৃথিবী।

Related Articles