Sambad Samakal

JNU: বিতর্কিত তথ্যচিত্র দেখানোকে কেন্দ্র করে ধুন্ধুমার জেএনইউতে! পাথর বৃষ্টির অভিযোগ

Jan 25, 2023 @ 9:56 am
JNU: বিতর্কিত তথ্যচিত্র দেখানোকে কেন্দ্র করে ধুন্ধুমার জেএনইউতে! পাথর বৃষ্টির অভিযোগ

গুজরাট দাঙ্গা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র, ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন দেখানোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল দিল্লি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার রাতে ছাত্র সংসদের পক্ষ থেকে ওই তথ্যচিত্র স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই স্ক্রিনিংয়ের অনুমতি দেয়নি। পড়ুয়াদের একাংশের অভিযোগ, সিনেমাটি দেখানোর সময়ে ক্যাম্পাসের আলো নিভিয়ে পাথর বৃষ্টি করা হয়।

গোটা ঘটনায় অভিযোগ উঠেছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে। তারাই ইচ্ছাকৃতভাবে লোডশেডিং করে পাথর বৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। রাতেই বসন্তকুঞ্জ থানায় মিছিল করে অভিযোগ দায়ের করতে যান পড়ুয়ারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে খোঁজখবর নেওয়া হচ্ছে। তনে এখনও এফআইআর দায়ের করা হয়নি।

Related Articles