Sambad Samakal

Madhyamik Exam: চূড়ান্ত মাধ্যমিকের প্রস্তুতি, কবে ফলপ্রকাশ? জানালেন পর্ষদ সভাপতি

Feb 21, 2023 @ 6:38 pm
Madhyamik Exam: চূড়ান্ত মাধ্যমিকের প্রস্তুতি, কবে ফলপ্রকাশ? জানালেন পর্ষদ সভাপতি

আগামী ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আর তার আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। জানানো হল, চলতি বছরে মোট ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য ৩৫ হাজার পরিদর্শক নিয়োগ করা হয়েছে। ৪০ হাজার ৫০০ পরীক্ষককে নিয়োগ করা করা হয়েছে দ্রুত খাতা দেখে ফলাফল প্রকাশিত করার জন্য।

এদিন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগামী মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। তবে নির্দিষ্ট করে কোন দিন জানানো হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পরীক্ষা কেন্দ্রগুলোতেও ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। পর্ষদ সভাপতির আশা সম্পূর্ণ নির্বিঘ্নেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে গোটা রাজ্যজুড়ে।

Related Articles