Sambad Samakal

Sedition Law: বদলাচ্ছে রাষ্ট্রদ্রোহ আইনের বিধান! সুপ্রিমকোর্টে কী জানাল কেন্দ্র?

May 3, 2023 @ 12:48 pm
Sedition Law: বদলাচ্ছে রাষ্ট্রদ্রোহ আইনের বিধান! সুপ্রিমকোর্টে কী জানাল কেন্দ্র?

বিরুদ্ধমত প্রকাশ করলেই রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করে গ্রেফতার করা হচ্ছে! মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার এই অভিযোগ তুলেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। যার পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত ব্রিটিশ জমানার রাষ্ট্রদ্রোহ আইনের ওপর স্থগিতাদের জারি করেছিল। এবার সেই আইনের বিধানেই বদল আনতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে এমনই তথ্য জানানো হয়েছে সুপ্রিমকোর্টে।

কেন্দ্র জানিয়েছে, ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইনে একাধিক বদল আনার প্রক্রিয়া চালাচ্ছে সরকার। এই বিষয়ে চূড়ান্ত প্রক্রিয়া চলছে এই মুহূর্তে। আইনের ধারা ও শাস্তির বিধানেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। ফলে রাষ্ট্রদ্রোহ আইনের খোলনলচে বদলে তা নতুন করে চালু করার কথা সুপ্রিমকোর্টে জানাল কেন্দ্রীয় সরকার।

Related Articles