Sambad Samakal

Afganistan: মেয়েরা কাটা তরমুজ! কী বলছে তালিবান?

Sep 9, 2021 @ 8:55 pm
Afganistan: মেয়েরা কাটা তরমুজ! কী বলছে তালিবান?

এবার মেয়েদের কাটা তরমুজের সঙ্গে তুলনা করল তালিবান। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক তালিবানকে বলতে শোনা যাচ্ছে, ‘হিজাব না পরা মহিলারা আসলে কাটা তরমুজ’! ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে নেট দুনিয়ায়। আরও একবার প্রমাণ হয়ে যায়, মুখে যতই আধুনিক, উন্নত মানসিকতা নিয়ে ফিরে আসার দাবি জানাক তালিবানরা, আদতে তালিবান আছে সেই তালিবানেই, যেখানে মহিলারা নিছক ‘বস্তু’ ছাড়া আর কিছুই নয়।

বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ঠিক কী বলেছে ওই তালিবান? ভাইরাল হওয়া ভিডিওয় ওই তালিবানকে বলতে শোনা গিয়েছে, ”আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি গোটা তরমুজ কেনেন? অবশ্যই গোটা কেনেন। হিজাব না পরা মেয়েরা হল কাটা তরমুজ।” ভিডিওটি দেখার পরেই ক্ষোভ উত্তাল হয়েছেন নেটিজেনরা।

উল্লেখ্য, আফগানিস্তানে তালিবানি অভ্যুত্থানের পরই ফতোয়া জারি করে তালিবান জানিয়ে দিয়েছে, বাড়ির বাইরে বেরোতে হলে হিজাব পরতে হবেই মহিলাদের। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ক্ষেত্রে নিকাব পরাও বাধ্যতামূলক করা হয়েছে।

Related Articles