Sambad Samakal

Duare Reson: হাইকোর্টে ডিলাররা, ধাক্কা মমতার প্রকল্পে

Sep 9, 2021 @ 9:25 pm
Duare Reson: হাইকোর্টে ডিলাররা, ধাক্কা মমতার প্রকল্পে

ডিলারদের একাংশের অসহযোগিতায় জোর ধাক্কা খেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। কিন্তু এই প্রকল্পকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রেশন ডিলারদের একাংশ। তাঁদের দাবি, এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী। এখনও পর্যন্ত এই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়নি।

বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ডিলাররা জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়ার পরিকাঠামো তাঁদের নেই। রেশন প্রাপক দোকানে এসে রেশন নেবেন, এটাই নিয়ম। বাড়ি বাড়ি রেশন পৌঁছনোর জন্য ডিলারদেরই গাড়ি, প্রচার এবং সংরক্ষণের খরচ বহন করতে হবে বলে জানিয়ে সরকার। কিন্তু এই বিপুল খরচ তারা বহন করতে অপারগ। তাছাড়া লোকবল নেই বলেও জানিয়েছেন মামলাকারীরা। তাঁদের কথায়, এই প্রকল্প আইন বিরুদ্ধ। মামলাকারী ডিলাররা জানিয়েছেন, দিল্লিতেও এই ধরনের প্রকল্প আনার চেষ্টা হয়েছিল, কেন্দ্র অনুমোদন দেয়নি।

যদিও রাজ্যের পাল্টা যুক্তি, গ্রাহকদের সুবিধার্থে তারা আইন সংস্কার করতে পারে। এতে ডিলারের অধিকার ক্ষুন্ন হয় না।

Related Articles