Sambad Samakal

করোনা ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্র

Jun 9, 2021 @ 5:49 pm
করোনা ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্র

প্রবল চাপের মুখে পড়ে অবশেষে করোনা ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্র। কোভ্যাকসিন, কোভিশিল্ড ও স্পুটনিক ফাইভ তিন ধরনের ভ্যাকসিনের দামই নির্দিষ্ট করে দিল দিল্লি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালগুলি ১,৪১০ টাকায় কোভ্যাকসিন, ৭৮০ টাকায় কোভিশিল্ড এবং ১,১৪৫ টাকায় স্পুটনিক ফাইভ ভ্যাকসিন দিতে পারবে।

সোমবারই টিকাকরণের সার্ভিস চার্জ ১৫০ টাকায় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক। এরপর এদিন সার্ভিস চার্জ, জিএসটি-সহ তিন রকম ভ্যাকসিনেরই সর্বোচ্চ দাম নির্দিষ্ট করে দেয় মন্ত্রক। সেই সঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, সরকার নির্ধারিত দামের বেশি দাবি করলেই সংশ্লিষ্ট বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে মন্ত্রক।

তবে পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যের প্রবল চাপের মুখে পড়ে কেন্দ্র যেখানে ১৮ ঊর্ধ্ব সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার নীতি নিয়েছে, সেখানে বেসরকারি ভাবে ভ্যাকসিন বিক্রির ছাড়পত্রের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

Related Articles