Sambad Samakal

GD Birla: স্কুল খোলার প্রথম দিনেই বিক্ষোভে উত্তাল জিডি বিড়লা

Nov 16, 2021 @ 2:43 pm
GD Birla: স্কুল খোলার প্রথম দিনেই বিক্ষোভে উত্তাল জিডি বিড়লা

অনিকেত গঙ্গোপাধ্যায়

মঙ্গলবার দীর্ঘ দেড় বছর পরে খুলল রাজ্যের স্কুল কলেজ। আর তার মাঝেই প্রথম দিন নতুন বিতর্ক তৈরি হল দক্ষিণ কলকাতার জিডি বিড়লা হাই স্কুলে। ফি-বিতর্কের পরে, স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা আজ বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ, করোনাকালে দীর্ঘদিন তাঁরা বেতন পাননি। সেই সঙ্গে লকডাউনের অজুহাতে ১১০ জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীকে বরখাস্ত করা হয়।

সেই সমস্ত শিক্ষক ও কর্মচারীরা আজ প্ল্যাকার্ড হাতে স্কুলের গেটের সামনে বিক্ষোভে সামিল হন। বরখাস্ত হওয়া একজন শিক্ষিকা জানান, “লকডাউনের মাঝে অনলাইন ক্লাস চলাকালীনই টার্মিনেশন লেটার হাতে পাই। ২০-৩০ বছর কাজ করার পরে আমাদের এই পরিস্থিতির মুখোমুখি কেন হতে হবে?” যদিও এই অভিযোগ সম্পর্কে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *