Sambad Samakal

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় নবান্নে প্রস্তুতি তুঙ্গে

May 24, 2021 @ 6:40 pm
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় নবান্নে প্রস্তুতি তুঙ্গে

ভয়াবহ ঘূর্ণিঝড় ‘আমফান’-এর বছর ঘুরতে না ঘুরতে ফের আসতে চলেছে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’। রাজ্যে যার প্রভাব পড়তে শুরু করবে মঙ্গলবার থেকেই। তারপর বুধবার বিশাল শক্তি নিয়ে যশ পশ্চিমবঙ্গ উপকূলেই আছড়ে পড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে। তাই এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় জোর প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার।
নবান্ন সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘যশ’-এর মোকাবিলায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের অধীনে তৈরি করা হয়েছে ২০টি বিপর্যয় মোকাবিলা দল। প্রতিটি দলে থাকছেন ৫ জন সদস্য। ডিসি কমব্যাটের অধীনে এঁরা কাজ করবেন।
এছাড়া প্রস্তুত রাখা হয়েছে গাছ কাটার অত্যাধুনিক যন্ত্র। যাতে ঝড়ে গাছ ওপড়ালে দ্রুত তা সরিয়ে ফেলা যায়। এছাড়াও সতর্ক থাকতে বলা হয়েছে রিভার ট্রাফিক পুলিশকে। গঙ্গাবক্ষে বাড়ানো হচ্ছে নজরদারি। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার গতিবিধি দেখে আগামিকালই চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। 
অন্যদিকে, উপকূলবর্তী জেলাগুলিতেও প্রশাসনের তরফে জোর প্রস্তুতি চলছে। সমুদ্র সংলগ্ন ও বন্দর এলাকায় ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। দিঘা, মন্দারমনি, শঙ্করপুর, হলদিয়ার পাশাপাশি সাগর সংলগ্ন ও সুন্দরবন এলাকায় সতর্ক নজরদারি শুরু করেছে পুলিশ – প্রশাসন। সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে দিঘা মোহনা ও সাগরে সমস্ত নৌকাগুলোকে সরানোর কাজ শুরু হয়েছে। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা গিয়েছেন, তাঁদেরও আজকের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। সর্বোপরি সমুদ্র সংলগ্ন এলাকায় মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সবমিলিয়ে, আমফানের মত ক্ষয়ক্ষতি যাতে না হয়, তার জন্য কোমর বেঁধে নেমেছে রাজ্য।

Related Articles