Sambad Samakal

ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় নতুন গাইডলাইন স্বাস্থ্য দফতরের

May 24, 2021 @ 6:41 pm
ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় নতুন গাইডলাইন স্বাস্থ্য দফতরের

করোনার সঙ্গে চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। ইতিমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে নতুন গাইডলাইন জারি করল স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য দফতরের গাইডলাইনে বলা হয়েছে,
১) ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ এড়াতে মাস্কের সঠিক ব্যবহার জরুরি।
২) বিশেষ করে ধুলো-বালি এলাকায় বা নির্মাণস্থলে গেলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ৩) বাগানে বা মাটি নিয়ে কাজ করলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন- বড় জুতো, লম্বা ঝুলের ট্রাউজার, ফুল স্লিভ শার্ট এবং গ্লাভস পরা জরুরি।
এছাড়া সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোভিড-পরবর্তী ও ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা বাঞ্ছনীয়। রক্তে গ্লুকোজের মাত্রার উপর নজর রাখতে হবে। এছাড়া স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহারে বিশেষ সতর্কতা জরুরি।

Related Articles