Sambad Samakal

স্টাফ স্পেশ্যাল ট্রেন চড়তে পারবেন স্বাস্থ্যকর্মীরাও, ঘোষণা রেলের

May 11, 2021 @ 12:33 pm
স্টাফ স্পেশ্যাল ট্রেন চড়তে পারবেন স্বাস্থ্যকর্মীরাও, ঘোষণা রেলের

করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ। কেবল রেলকর্মীদের জন্য চলছে স্টাফ স্পেশ্যাল ট্রেন। সেই ট্রেনে চিকিত্সক সহ স্বাস্থ্যকর্মীদেরও উঠতে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন মঞ্জুর করল রেল। তবে রেলকর্মী ও স্বাস্থ্যকর্মী ছাড়া আর কেউ স্টাফ স্পেশ্যালে চড়তে পারবেন না বলে সাফ জানাল রেল কর্তৃপক্ষ।

রেলের তরফে আরও জানানো হয়েছে,  উপযুক্ত পরিচয়পত্র থাকলে তবেই তাঁরা চড়তে পারবেন ট্রেনে। অন্য কেউ যাতে রেল পরিষেবা ব্যবহার করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ করছে রেল। হাওড়ার এক রেল আধিকারিক জানান, স্বাস্থ্যকর্মীদের উপর নজর রাখতে ট্রেনগুলিতে কামরা আলাদা করে নির্ধারণ করে দেওয়া হচ্ছে। সেখানেই কেবল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করতে পারবেন। তবে তাঁদের কাছে সঠিক পরিচয়পত্র থাকতে হবে। টিকিট পরীক্ষক তাঁদের পরিচয়পত্র খতিয়ে দেখবেন। রেলকর্মীরা যাতে সংক্রমিত না হন, তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

Related Articles