Sambad Samakal

চাইলে আপনিও আদিগঙ্গায় স্পিড বোটে চড়তে পারবেন

Jun 18, 2021 @ 11:51 pm
চাইলে আপনিও আদিগঙ্গায় স্পিড বোটে চড়তে পারবেন


ফের কলকাতার আদিগঙ্গা দিয়ে চলবে নৌকা, পাশ দিয়ে বেরিয়ে ়যাবে স্পিড বোট। সুন্দরবন থেকে আসা ভুটভুটিগুলো নৌকাকে ‘ওভারটেক’ করে যখন বেরিয়ে যাবে তবে ঢেউয়ে দুলবে যাত্রীরা। না এমন দৃশ্য দেখার জন্য বড়জোর দু’বছর অপেক্ষা করতে হবে। কারণ, মুখ্যমন্ত্রীর নির্দেশে আদিগঙ্গার নাব্যতা ফিরিয়ে জোয়ার ভাটা খেলার মতো জলের প্রবাহ চালু করতে চলেছে কলকাতা পুরসভা। তবে শুধু নাব্যতা ফিরিয়ে দেওয়া হয়, যন্ত্রের সাহায্যে পরিশোধন করে আদিগঙ্গার দূষণটাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। খরচ পড়বে ৪০৭ কোটি টাকা। আর লাগে টাকা দেবে গৌরি সেনের মতো এখানেও ঋণ দেবে বিশ্বব্যাঙ্ক। পুজোর পর প্রিন্সেপ ঘাটের পাশের গঙ্গার দইঘাট থেকে গড়িয়া পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ আদিগঙ্গা সংস্কার শুরু হবে বলে জানিয়েছেন পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম। একটা কথা, চাইলে আপনিও একটা স্পিড বোট কিনে বেরিয়ে পড়তে পারবেন। মোটর বাইকে না গিয়ে গড়িয়া থেকে খিদিরপুর স্পিড বোট চেপেই যাবেন। শুধু জল পরিবহন দফতর থেকে একটু অনুমতি নিয়ে নেবেন।।ব্যাস, কেল্লাফতে, আনন্দ ও দ্রুততম রুটে পৌঁছে যাবেন গন্তব্যে।
নতুন প্রকল্প সম্পূর্ণ হলে আদিগঙ্গায় এতদিন যে ড্রেনের মুখ ছিল তা বন্ধ করে দেবে পুরসভা। মেট্রো স্টেশনের বাথরুমের যে নোংরা গিয়ে টালিনালায় পড়ত তাও পুরোপুরি বাতিল। এমনকী পাড়ায় পাড়ায় যে সমস্ত ছোট ড্রেনও ছিল তা ঘুরিয়ে দেওয়া হবে। ফিরহাদের কথায়, ওই ড্রেন ঘুরিয়ে মুল নিকাশির সঙ্গে জুড়তে ১১৪ কিমি দীর্ঘ নয়া লাইন তৈরি করবে পুরসভা। বৃজিতে একটা নতুন নিকাশির পাম্পিং স্টেশন চালু করবে পুরসভা। টালিনালায় এখন যে কালো জলের স্রোত বইছে তা পরিশোধনে বর্তমানে অকেজো ১৬টি ট্রিটমেন্ট প্ল্যান্ট নতুন তৈরি করা হবে। সঙ্গে বৃজি, ওয়ারলেস মাঠ ও গল্প গার্ডেনে আরও তিনটি নতুন প্ল্যান্ট বসাবে পুরসভা।

Related Articles