Sambad Samakal

এগরায় ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে আইএমএ

May 31, 2021 @ 12:29 pm
এগরায় ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে আইএমএ

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে দাঁড়াল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর রাজ্য শাখা। পূর্ব মেদিনীপুরের এগরা ব্লকের নেগুয়ায় আইএমএ রাজ্য শাখা একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আয়োজিত ওই শিবিরে বন্যা দুর্গত প্রায় ২৫০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে আইএমএর তরফে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. অশোক নন্দী জানান।
বিশেষজ্ঞ চিকিৎসকের ওই দলে তিনি ছাড়াও ছিলেন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. পল্লব গঙ্গোপাধ্যায় এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রীনা ঘোষ। দুপুর ১২টা থেকে বেলা সওয়া তিনটে পর্যন্ত শিবির চলে। শিবিরে নিখরচায় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। উপসর্গ থাকায় দুজনের কোভিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। যদিও রিপোর্ট নেগেটিভ আসে। প্রায় ১২ জনের ডায়ারিয়া ধরা পড়েছে বলে জানান ডা. নন্দী। বন্যা দুর্গতদের মধ্যে ডায়ারিয়ার প্রকোপ কমাতে স্থানীয় বিডিও এবং ব্লক সভাপতিকে চিকিৎসক দলের পরামর্শ, ত্রাণ শিবিরে জলের পাউচ যেন অবশ্যই ডিপ টিউবল থেকেই ভরা হয়। স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. পল্লব গঙ্গোপাধ্যায় গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় জোর দেন।

Related Articles