Sambad Samakal

Mamata: কর্মসংস্থান বৃদ্ধিতে এবার শিল্পই আমাদের প্রধান টার্গেট: মুখ্যমন্ত্রী

Sep 1, 2021 @ 4:43 pm
Mamata: কর্মসংস্থান বৃদ্ধিতে এবার শিল্পই আমাদের প্রধান টার্গেট: মুখ্যমন্ত্রী

তৃতীয়বার সরকারে ফিরে কর্মসংস্থান বৃদ্ধির ওপর বাড়তি গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর দিয়েছেন শিল্পের প্রসারেও। বুধবার পানাগড় শিল্পতালুকে ৪০০ কোটির পলিফিল্মের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধিতে এবার শিল্পই আমাদের প্রধান টার্গেট।’ শিল্পপতিদের কাছে তাঁর আবেদন, ‘ বাংলায় বিনিয়োগ করুন। আমাদের সরকার শিল্পের পাশে আছে। এ রাজ্যে শিল্প এক নম্বর হবেই।’
এদিন ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই বোর্ডের মাথায় রয়েছেন স্বয়ং তিনি। শিল্পকর্তাদের আবেদন খতিয়ে দেখে এই বোর্ড শিল্প গড়ার ছাড়পত্র দেবে। পাশাপাশি শিল্প বান্ধব দুই নীতির ঘোষণা করে শিল্প বৃদ্ধির মাধ্যমেই বিপুল কর্মসংস্থানের সুযোগের কথাও জানান।
চালের খুদ ব্যবহার করে ইথানল প্রোডাকশন পলিসি চালুর কথা জানিয়ে ৪৮ হাজার কর্মসংস্থানের সুযোগের কথা ঘোষণা করেন মমতা। আগামী ৫ বছরে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগে ৪০ হাজার মেগাওয়াটের ডেটা সেন্টার গড়ে তুলে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ২৪ হাজার যুবক-যুবতীর চাকরি সুযোগের কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, দেউচা পাচামির কয়লা খনিতেও কাজ পাবেন বহু মানুষ। বিনিয়োগ হবে ১৫ হাজার কোটি টাকা। তাজপুর বন্দর দ্রুত চালু করে আমদানি রফতানি বৃদ্ধির কথা জানান।
রঘুনাথপুরে জঙ্গলমহল সুন্দরী শিল্পতালুকে ৭২ হাজার কোটি বিনিয়োগের সুযোগের পাশাপাশি লক্ষ-লক্ষ চাকরি মেলার আশ্বাসও দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, পানাগড় শিল্পতালুকে ৮ হাজার কোটি বিনিয়োগ হবে। ইতিমধ্যে ৪০০ কোটি পলিফিল্মের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। চাকরি পাবেন ১৫ হাজার ছেলেমেয়ে। জামুড়িয়া-হাওড়ায় বিরাট বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
২ বছরের মধ্যে অন্ডালকে আন্তর্জাতিক বিমানবন্দর বানানো হবে। বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গোটা রাজ্যে প্রায় ৩০টি হেলিপ্যাড তৈরি হয়েছে। অমৃতসর-ডানকুনি ফ্রেট করিডোর তৈরি হচ্ছে। বিনিয়োগ হবে ৭২ হাজার কোটি টাকা।
অশোকনগরে তেলপ্রকল্পের কাজ চলছে। সেখানেও কর্মসংস্থান হবে।
বানতলায় লেদার কমপ্লেক্স তৈরি হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে বেশিরভাগ চর্মশিল্প এরাজ্যে চলে এসেছে। ৫ লক্ষের বেশি কর্মসংস্থান হবে।
গত কয়েক বছরে রাজ্যের শিল্পে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।

Related Articles