Sambad Samakal

By Election: করোনা আবহে ভোট, আজ মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে কমিশন

Sep 1, 2021 @ 1:44 pm
By Election: করোনা আবহে ভোট, আজ মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে কমিশন

করোনা আবহে রাজ্যে উপনির্বাচন করানোর পরিস্থিতি রয়েছে কিনা, সেই বিষয়ে এবার মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। বুধবার বেলা তিনটেয় ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা। কমিশনের জরুরিকালীন নির্দেশে সাড়া দিয়ে তাই এদিন গুরুত্বপূর্ণ জেলা সফর বাতিল করলেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদি।
নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব কমিশন কর্তাদের জানাবেন, রাজ্যের করোনা পরিস্থিতি মোটের ওপর নিয়ন্ত্রণে। বিশেষ করে, ভবানীপুর সহ রাজ্যের যে সাত কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা, সেই এলাকাগুলি প্রায় করোনা শূন্য। একথাও কমিশনকে জানাবেন মুখ্যসচিব।
উল্লেখ্য, ৪ নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে না পারলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে বারবার কমিশনে আর্জি জানিয়ে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, করোনা আবহের কথা বলে নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে তাই আজকের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles