Sambad Samakal

PK: বহিরাগত তকমা ঘোচাতে ভবানীপুরের ভোটার প্রশান্ত কিশোর

Sep 26, 2021 @ 7:38 am
PK: বহিরাগত তকমা ঘোচাতে ভবানীপুরের ভোটার প্রশান্ত কিশোর
ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের নাম

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার হলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। সূত্রের খবর, বহিরাগত তকমা ঘোচাতেই এই পদক্ষেপ। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৃণমূল ও বিজেপি উভয় শিবিরেই।

ভবানীপুর কেন্দ্রের সেন্ট হেলেন স্কুলের পার্ট নম্বর ২২২-এর ভোটার হলেন প্রশান্ত কিশোর। ফলে এবার তিনি মমতার কেন্দ্রের ভোটার। আগামী ৩০ সেপ্টেম্বর সেন্ট হেলেন স্কুলের ভোট কেন্দ্রেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন তিনি।

প্রশান্ত কিশোরের ভোটার সিরিয়াল নম্বর ৯০৫। ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের বয়স ৪৪ বছর এবং তাঁর বাবার নাম শ্রীকান্ত পাণ্ডে।

এই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ বলেন, “সাংবিধানিক নিয়ম মেনেই ভবানীপুরের ভোটার হয়েছেন পিকে। তাই এনিয়ে আমাদের আপত্তির কিছু নেই। তবে বিহারে জন্ম, এর আগে উত্তর প্রদেশের ভোটার ছিলেন পিকে। এবার আবার পশ্চিমবঙ্গের ভোটার হলেন। আসলে দিদির দুঃখ ছিল, বহিরাগত অর্থাৎ হিন্দিভাষীদের ভোট উনি পান না। এবার সেই দুঃখ ঘুচবে। পিকে ভোটার হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভোট বাড়বে। এর বেশি আমাদের কাছে কোনও তফাৎ হবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *